উদ্দেশ্যাবলি ঃ
ক) যুবদের ন্যায়নিষ্ঠা, আধুনিক জীবনবোধসম্পন্ন, আত্মমর্যাদাশীল ও ইতিবাচক মানুষ হিসেবে গড়ে তোলা;
খ) যুবদের অন্তর্নিহিত সম্ভাবনা বিকাশের অনুকুল পরিবেশ সৃষ্টি করা ;
গ) যুবদের মানবসম্পদে পরিণত করা ;
ঘ) যুবদের মানসম্পন্ন শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ;
ঙ) যুবদের যোগ্যতা অনুযায়ী পেশা ও কর্মের ব্যবস্থা করা ;
চ) যুবদের অর্থনৈতিক ও সৃজনশীল কর্মোদ্যোগ ক্ষমতায়ন উৎসাহিত করা ;
ছ) ক্ষমতায়নের মাধ্যমে যুবদের জাতীয় জীবনের সর্বস্তরে সক্রিয় ভূমিকা পালনে সক্ষম করে তোলা ;
জ) স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুবদের সম্পৃক্ত করা ;
ঝ) পরিবেশ সংরক্ষণ, জরবায়ু পরিবর্তন ও দূর্যোগ মোকাবিলাসহ জাতি গঠনমূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবী হতে যুবদের উৎসাহিত কর ;
ঞ) সমাজের অনগ্রসর এবং শারীরিক-মানসিক বা অন্য যে কোন প্রতিবন্ধকতার শিকার মানুষের প্রতি যুবসমাজকে সংবেদনশীল ও দায়িত্বশীল করে তোলা ;
ট) বিশেষ চাহিদাসম্পন্ন যুবদের অধিকার নিশ্চিত করা ;
ঠ) জীবনাচরণে মতাদর্শগত উগ্রতা ও আক্রমণাত্মক মনোভাব পরিহারে যুবদের উদ্বুদ্ধ করা ;
ড) যুবদের মধ্যে উদার, অসাম্প্রদায়িক, মানবিক ও বৈশ্বিক চেতনা জাগ্রত করা ;
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS